রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘কায়িক শ্রমের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রবীণদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজন করে। সেমিনার উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান। ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন প্রফেসর মেজর জেনারেল ডা. এম শাহজাহান (অব.), প্রফেসর জোতির্ময় পাল প্রমুখ। বক্তারা বলেন, বেশিরভাগ মানুষের অসুখ হয় মানসিক সমস্যার কারণে। বৃদ্ধাশ্রম বন্ধ করতে হবে আর আমাদের অনেক মানবিক হতে হবে। কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্যিক শহিদুর রহমান।

সর্বশেষ খবর