রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

৪০০ বছরের বার্থী কালী মন্দির পরিদর্শন

৪০০ বছরের ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির (কালী মন্দির) পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। গতকাল দুপুরে বিচারপতি তার সহধর্মিণী অঞ্জনা রানী রায়কে নিয়ে কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা দায়রা জজ সুদীপ্ত কুমার দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক এবং জেলা দায়রা জজ আদালতের নাজির এসএম রেজাউল করিম প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ট্রেনে কাটা পড়লেন কলেজছাত্রী

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে গতকাল এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম ফারিয়া তাসনিম (১৮)। তিনি গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটিটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোফাচ্ছল হকের মেয়ে ও গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা রেলরুটে গাজীপুর সিটি করপোরেশনের বিলাশপুরে শনিবার দুপুর একটার দিকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের নিচে কাটা পড়ে ফারিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। —গাজীপুর প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসা

সিরাজগঞ্জে খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটাল ও হসপিটালের কনসাল্টিং ফার্ম হেমা এন্টারপ্রাইজের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হেমা এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী মীর ইমাম হোসেন জাহাঙ্গীর। উপজেলার কয়েক সহস্রাধিক দরিদ্র নারী-পুরুষ-শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেছে

—সিরাজগঞ্জ প্রতিনিধি

স্কুলভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী স্কুলভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। পাবনা জেলা পুলিশ ও পাঠশালা নামের একটি সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল থেকে শুরু হওয়া ‘আমার বন্ধু রাশেদ নামের এ চলচ্চিত্র প্রদর্শনী চলবে আগামী ২২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজানের সভাপতিত্বে পুলিশ সুপার জিহাদুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন।

—পাবনা প্রতিনিধি

গৌরনদীতে বখাটে গ্রেফতার

বরিশালের গৌরনদীতে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পিন্টু খান (১৮) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওই ছাত্রীর মা শাহজিরা গ্রামের নাসিমা বেগম গৌরনদী থানায় মামলাটি করেন। গ্রেফতার পিন্টু শাহজিরা গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় অগ্নিদগ্ধে গৃহবধূ কমলা ওরফে নূরীর মৃত্যুর ঘটনায় পুলিশ গতকাল ভোরে অভিযান চালিয়ে নিহতের শাশুড়ি তাসলিমা বেগম ও ননদ মাহমুদা বেগমকে গ্রেফতার করেছে। গতকাল বিকালে শরণখোলার উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে নিহত কমলা ওরফে নূরীকে তার বাবার বাড়িতে দাফন করা হয়েছে। মামা মো. শাহ আলম হাওলাদার নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ৪ জনকে আসামি করে মামলা করেন।

—বাগেরহাট প্রতিনিধি

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রিবর্দী এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোনারগাঁ পৌরসভার অধিভুক্ত ৩ নং ওয়ার্ডের ছোট শীলমান্দি মৌজার প্রায় ৯৮ বিঘা জমি মোগরাপাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে সংযুক্তির প্রতিবাদে শনিবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে পৌরমেয়র সাদেকুর রহমান বলেন, আমাদের আজকের এ প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছি। আরও বক্তৃতা করেন এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, হাজী পিয়ার আলী, প্যানেল মেয়র আলী আকবর, মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, কামরুন নাহার রিতা, পারভিন আক্তার, কাউন্সিলর মনিরুজ্জামান মধু, রফিকুল ইসলাম, নাঈম আহমেদ রিপন, শাহজালাল, রোখসানা আক্তার, জসিমউদ্দিন, মোশারফ হোসেন, গাজী আমজাদ হোসেন, মোতালেব মিয়া স্বপন, রাসেল মাহমুদ প্রমুখ।

—সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর