রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণচেষ্টা ধামাচাপা দিতে ‘মিথ্যা’ মামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনা ধামাপাচা দিতে ভিকটিমের পরিবারের ওপর ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সন্মেলনে গতকাল এই অভিযোগ করেন ছাত্রীর বাবা। লিখিত বক্তৃতায় তিনি বলেন, তার ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২ মার্চ বিকালে মেয়েটি প্রাকৃতিক কাজ সারতে বাড়ির পাশে খোলা বাথরুমে যায়। এ সময় স্থানীয় জালাল মিয়ার ছেলে মামুন বাথরুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় মামুন।

ছাত্রীর বাবা জানান, ঘটনার পরই বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা স্থানীয়ভাবে বিচার করে দেবেন বলে আশ্বাস দেন। এরই মধ্যে ওই দিন রাতেই অভিযুক্ত মামুন তার নামে মিথ্যা অভিযোগে মামলা করেন। বর্তমানে ওই মামলায় তিনি জামিনে আছেন। এদিকে ৪ মার্চ তার স্ত্রী মেয়েকে ধর্ষণচেষ্টার বিচার চেয়ে আদালতে মামলা করেছেন। ছাত্রীর বাবা তার নামে করা মামলা প্রত্যাহার ও মেয়েকে ধর্ষণচষ্টোর ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, তারা এখনো মামলা পাননি। আদালতে মামলা করলে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর