রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বর্ণিল আয়োজনে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পূর্তি উৎসব পালন হলো। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নানা উৎসবের আয়োজন করেন। গতকাল সকালে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও শুক্রবার সকাল থেকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে স্মৃতি রোমন্থন করতে চলে আসেন। শুক্রবার রাতে স্কুল মাঠে স্কুলবেলার নানা বিষয়ে স্মৃতি রোমন্থ্থন করতে গিয়ে হাসি-ঠাট্টা আর আনন্দে মেতে ওঠেন। এই আনন্দে গতকাল মেতেছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের প্রাক্তন ছাত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। প্রতিমন্ত্রীর মতো এমন অনেক প্রাক্তন শিক্ষার্থী ছিলেন যারা বহু বছর পর নিজ বিদ্যালয়ে ফিরে যেন একটা শেকড়ের টান খুঁজে পেয়েছিলেন। উল্লেখ্য, স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৮৬৯ সালে। ব্রিটিশ আমলে মহারানী ভিক্টোরিয়া এই স্কুল সফরে এলে স্কুলটির নামকরণ করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল (ভিএম)। পরবর্তীতে ১৯৬২ সালে স্কুলের নামকরণ করা হয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ খবর