সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাওয়ার টিলারে প্রতারিত কৃষকরা

নওগাঁ প্রতিনিধি

উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাওয়ার টিলার কিনে বিপদে আছেন কৃষকরা। ডিলারদের কাছ থেকে একটি পাওয়ার টিলার ক্রয় করেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাংলা ড্যাংগিরকুল গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। কেনার সময় কোনো ওয়ারেন্টি দেওয়া হলেও ডিলাররা আর সার্ভিস দিচ্ছে না। পাওয়ার টিলার বিক্রয়ের পর কোম্পানিগুলো আর বিক্রয়োত্তর সেবা দিচ্ছে না। কৃষকরাও এর যন্ত্রপাতি পাচ্ছে না। ফলে মুনাফার চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে কৃষকদের। একটি কোম্পানির মার্কেট দখলে রয়েছে ৭০ শতাংশের বেশি। এর বাইরে  কয়েকটি প্রতিষ্ঠান পাওয়ার টিলার আমদানি করে থাকে। এ বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ও জরিপের সমন্বয়ক মো. মঞ্জুরুল আলম বলেন, যেসব প্রতিষ্ঠান কৃষি যন্ত্রপাতি বিক্রয় করবে তাদের অবশ্যই সঠিক বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে কৃষকরা এসব যন্ত্রপাতি থেকে আগ্রহ হারিয়ে ফলবে।

সর্বশেষ খবর