সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

লোকসংস্কৃতি উৎসব

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী বসন্তবরণ ও লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গতকাল বিকালে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। উৎসব শেষ হবে ১৪ মার্চ।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

সোনার বারসহ আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে গতকাল সকালে পাঁচটি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক সোনা চোরাচালানি হাসানুর রহমান উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আবদুল আজিজের ছেলে। —সাতক্ষীরা প্রতিনিধি

নোয়াখালী বিভাগ দাবি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল জেলা শহরের মাইজদী আবদুল মালেক উকিল প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন-এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীন। উপস্থিত ছিলেন অ্যাড. এমদাদ হোসেন, মোরশেদ, সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ। —নোয়াখালী প্রতিনিধি

নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কাপড় কাচতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর গতকাল রাতে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত সানজিদা আক্তার (৯) কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের পারভেজ মিয়ার মেয়ে ও স্থানীয় বেসরকারি স্কুল ইন্টারভিটায় পড়ত। —গাজীপুর প্রতিনিধি

কাজী আজাদের জনসংযোগ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন চাইবেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কাজী আজাদুর রহমান কাজী আজাদ। শৈলকুপার উমেদপুর গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারে তার জন্ম। তিনি জানান, এলাকায় তিনি ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত। শৈলকুপাবাসীর নানা প্রয়োজনে তিনি বার বার এলাকায় ছুটে আসেন। নিয়মিত গণসংযোগ করছেন। মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করে যাবেন।

—ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর