সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘দেরি কেন?’ নিয়ে কথা কাটাকাটি, দুই ব্যাংক অফিসারকে পিটুনি

লালমনিরহাট প্রতিনিধি

জেলা সদরের জনতা মোড়ে পূবালী ব্যাংকে একটি পে-অর্ডার ভাঙিয়ে দিতে ‘দেরি হচ্ছে কেন?’ নিয়ে কথা কাটাকাটির সময় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটুনি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ব্যাংকের লেনদেন চলাকালে ঘটে যাওয়া ওই ঘটনায় সারা দিন ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল।

জানা গেছে, পূবালী ব্যাংক লালমনিরহাট শাখায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী দুই লাখ আট হাজার টাকার পে অর্ডার ভাঙাতে আসেন। ভাঙিয়ে দিতে বিলম্ব হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যাংকের অফিসার রাশেদুল ইসলামকে কিল-ঘুষি মারতে থাকেন। ব্যাংকের ব্যবস্থাপক মিঠুরাম রায় এগিয়ে এলে তাকেও ঘুষি মারা হয়। পুলিশ এসে ব্যাংকের ব্যবস্থাপক ও অফিসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। বিকালে লালমনিরহাটে ছুটে আসেন পূবালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (রংপুর) কামরুজ্জামান। পরে ব্যাংকের ভেতর ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে লালমনিরহাট চেম্বারের সভাপতি কামরুল হাসান বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা  উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তপন বলেন, সামান্য ঘটনা ঘটে ছিল। তবে তা মীমাংসা হয়ে গেছে।

আঞ্চলিক ব্যবস্থাপক (রংপুর) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিলের আদেশ দিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর