মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ডিপিডিসির গণশুনানি

সংযোগ পেল ২০ গ্রাহক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে ডিপিডিসির প্রধান প্রকৌশলী এনওসিএস (সাউথ)-এর দফতরে সোমবার সকালে অনুষ্ঠিত গণশুনানি শেষে তাত্ক্ষণিক সংযোগ পেয়েছেন অন্তত ২০ গ্রাহক। এছাড়া গণশুনানিতে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ শুনে তাত্ক্ষণিক সমস্যার সমাধান দিয়েছেন ডিপিডিসির এমডি প্রকৌশলী বিকাশ দেওয়ানসহ ঊর্ধ্বতনরা। সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম হারুনুর রশিদ, রমিউদ্দিন সরকার, জাকির হোসেন, রবিউল হাসান, সারোয়ার কায়নাথ নূর, দেওয়ান আবুল কালাম আজাদ, রুহুল আমিন ফকির, কামাল হোসেন, ফিরোজ কবির, আনিছ মুরাদ প্রমুখ কর্মকর্তা। সার্বিক সহযোগিতায় ছিলেন হাতেম আলী সরকার, এসএম শাহ সেকান্দার, স্বপন রেজা ওয়াহিদ, গোলাম মোস্তফা প্রমুখ।

বিভিন্ন গ্রাহকের প্রশ্নের উত্তরে ডিপিডিসির এমডি প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, নারায়ণগঞ্জের অনেক স্থানেই বিদ্যুৎ চুরি হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তবে সেটা সংখ্যায় অত্যন্ত কম। এ বিষয়ে আমাদের সোচ্চার ও সতর্ক হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর