বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘পোশাকশ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার টাকা করতে হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘শ্রমিকের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনমান বিবেচনায় পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন রাজেকুজ্জামান রতন, নঈমুল আহসান জুয়েল, আবদুল ওয়াহেদ, মো. রফিক, আহসান হাবিব বুলবুল, নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লব প্রমুখ। বক্তারা পোশাকশ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার টাকা করার দাবি জানান।

রাজেকুজ্জামান রতন বলেন, জিডিপি ৭ শতাংশের মতো বেড়েছে। মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলারে উন্নীত হয়েছে এবং এটা ক্রমবর্ধমান। জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী শ্রমিকের মজুরি তার সঙ্গে সংগতি রেখে নির্ধারণ হবে এটা যুক্তিসংগত প্রত্যাশা। তিনি বলেন, ‘পে-স্কেলে ঘোষিত ন্যূনতম মজুরি, দেশের অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফামের গবেষণা, অন্যান্য দেশের তৈরি পোশাকশ্রমিকের মজুরি ইত্যাদি পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের দেশের পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকার কম করার কোনো কারণ নেই।’

সর্বশেষ খবর