সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চারজনের

প্রতিদিন ডেস্ক

যশোরের শার্শার হাড়িখালি নামক স্থানে রবিবার বিকাল সাড়ে তিন টায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন— চালক বাগআঁচড়ার আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৫৫) ও নাভারনের আবুল হোসেনের ছেলে আলম (৩৪) ও  বেনাপোলের ছোট আঁঁচড়ার লিটনের স্ত্রী রোকসানা (২৫) ও শার্শার সোনাতনকাঠি গ্রামের শাহজানের ছেলে সুমন হোসেন (১০)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, বাড়আঁচড়াগামী বগুড়া-ট ১১-১৪৯২ নম্বর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িখালি মোড়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, আহত পাঁজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নন্দীগ্রামে ট্রাক চাপায় দিনমজুর :  নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান— রবিবার সকালে বগুড়ার নন্দীগ্রামে নাগরনদীর বালুবোঝাই ট্রাকের চাপায় হাসান আলী ফকির (১৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুরে মেঘনা পরিবহনকে অন্য একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জে পুণ্যার্থী : লাঙ্গলবন্দ হিন্দু সমপ্রদায়ের পুণ্যস্নান উৎসবে যাওয়ার পথে গতকাল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে তাড়াতাড়ি বাসে উঠতে গিয়ে অরুণ চন্দ্র দাশ (৬০) নামে পুণ্যার্থী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর