সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ অর্জন সম্ভব হতো না

—উপমন্ত্রী জ্যাকব

চরফ্যাশন প্রতিনিধি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ অর্জন সম্ভব হতো না। বঙ্গবন্ধু বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন। বর্তমান সরকারের গণমুখী নীতির কারণে দেশে দরিদ্রতার হার কমেছে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতির পিতাকে নিয়ে বিশ্ব গর্ব করে, আর বিএনপি তাঁকে নিয়ে বিকৃত ইতিহাস রচনা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল মর্যাদায় উত্তরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের এ অগ্রযাত্রা থেমে যাবে। শনিবার উপমন্ত্রী জ্যাকব ব্রজমোহন টাউন হল চত্বরে বাংলাদেশ কৃষক লীগ চরফ্যাশন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ও কৃষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কাশেম মেলেটারীর সভাপতিত্বে বক্তৃতা করেন ভোলা জেলা কৃষক লীগ সভাপতি আল মামুন অর রশিদ, সম্পাদক শহিদুল ইসলাম, জয়নাল আবেদিন আখন, নুরুল ইসলাম ভিপিসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর