বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নিখোঁজ ছেলের সন্ধান চাইছেন মিনারা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিখোঁজ ছেলে মেহেদী হাসান বাবুর (১৫) সন্ধান চেয়েছেন মা মিনারা খাতুন। এ সময় ছেলে উদ্ধার ও দোষীদের বিচারের দাবিও জানান তিনি। বলেন, প্রায় এক মাস অতিবাহিত হলেও পুলিশ তার ছেলেকে উদ্ধার করতে পারেনি। লিখিত বক্তব্যে মিনারা খাতুন বলেন, তার ছেলে মেহেদী হাসান বাবু এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। গত ৬ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি সে। বহু খোঁজাখুঁজি করে ছেলের কোনো সন্ধান পাননি। পরদিন বাবুর চাচা আবদুল মোতালেব ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ওইদিন দুপুর ১২টা ১৯ মিনিটে ছেলের মোবাইল থেকে মায়ের মোবাইলে একটি খুদেবার্তা আসে। এতে লেখা ছিল যে, ‘ছয় লাখ টাকা দিতে পারলে মেহেদী বেঁচে থাকবে।’ এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুলবাড়িয়া থানার ওসি জানান, তুষার নামে বাবুর এক সহপাঠীকে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সে জানায়, বাবুর সঙ্গে তুষার ঢাকায় যাওয়ার পথে কুড়িল বিশ্বরোডে বাবু নেমে যায়। আর সে (তুষার) চলে যায় সাভার। এরপর বাবুর খবর সে জানে না। তুষার জামিনে রয়েছে। মামলাটি ময়মনসিংহ ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ খবর