বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তিন ধর্ষকের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে তরুণীকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তারা হলেন সুজন কুমার দাস, সমীর দে ও যদু ঘোষ। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভীন গতকাল এ রায় দেন। জানা গেছে, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাকশ্রমিক পান্না রানী দাশকে গণধর্ষণ শেষে হত্যা করা হয়। পরে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে  ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জে তিনজনের যাবজ্জীবন : চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার চুনাখালি খলিফাপাড়ার কসিমুদ্দিনের ছেলে সোহেল বাবু, বিশু খলিফার ছেলে দবির আলী ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর