শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল নয়জনের

প্রতিদিন ডেস্ক

সড়কে প্রাণ গেল নয়জনের

বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন —বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, ফেনী, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। বুধবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে গতকাল বিকালে পাজেরো জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন— রামুর উত্তর মিঠাছড়ির জুবাইরুল ইসলাম চৌধুরী ও মহেশখালীর শাকের। আহত আরিফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম : খুলশী থানাধীন ওয়াসার মোড়ে বুধবার রাতে বাসের নিচে চাপা পড়ে রিফাত নামে এক ব্যক্তি আহত হন। অন্যদিকে, রাত ৩টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ে অজ্ঞাত গাড়িচাপায় জখম হন কবির হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেট : জাফলংয়ে বাস-ট্রাক্টর সংঘর্ষে এক চা শ্রমিক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত সন্ধ্যা গোয়ালা জাফলং চা বাগানের শ্রমিক সঞ্জিত গোয়ালার স্ত্রী। ফেনী : ফেনীর লেমুয়ায় গতকাল ট্রাক খাদে পড়ে হেলপার জসিম উদ্দিন নিহত হয়েছেন। বগুড়া : শাহজাহানপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে ধুনট উপজেলার মাঠপাড়া বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। দিনাজপুর : পার্বতীপুর-সৈয়দপুর সড়কে ট্রাকচাপায় গতকাল ভোরে সাদিকুল ইসলাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর