শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁস চক্রের দুজন আটক অনিয়মে চারজনের জেল

এইচএসসি পরীক্ষা

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জ ও নাটোরে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনকে আটক করেছে র‌্যাব। পিরোজুরে মোবাইল ফোনে নকল ও গাজীপুরে প্রক্সি দেওয়ার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে চারজনকে। টাঙ্গাইলে প্রশ্ন ফাঁস ঠেকাতে জিরো টলারেন্স ঘোষণা করেছে র‌্যাব। এ ছাড়া পঞ্চগড়ে নকল ঠেকাতে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রতিনিধিদের খবর— কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় প্রশ্নপত্র বিক্রির অভিযোগে গতকাল রানা হোসেন নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪। রানা মধ্য পাকুন্দিয়া মধ্যপাড়ার শাহাব উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে টাকা আদায় করছিল রানা। নাটোর : নওগাঁর আত্রাইয়ের জয়সারা এলাকা থেকে ফয়সাল নামে একজনকে বুধবার দিবাগত রাতে আটক করেছে র‌্যাব। তিনি জয়সারা এলাকার জহুরুল ইসলামের ছেলে। ফয়সালের বাসা থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, সাতটি সিমকার্ড, মেমোরি কার্ড, মডেম, পেনড্রাইভ ও কার্ড রিডার জব্দ করা হয়েছে। পিরোজপুর : ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে নকল করা ও সরবরাহের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন— পরীক্ষার্থী আরিফুল ইসলাম, সহযোগী সোহেল ও ফয়সাল। গাজীপুর : গাজীপুরে বদলি পরীক্ষা দিতে এসে কেন্দ্র থেকে গতকাল এক যুবক গ্রেফতার হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে। এছাড়া প্রশ্ন ফাঁস ঠেকাতে টাঙ্গাইল র‌্যাব-১২ জিরো টলারেন্স ঘোষণা করেছে। এছাড়া গতকাল বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করছেন টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রবিউল ইসলাম।

সর্বশেষ খবর