শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অধ্যক্ষ পেটানোর ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

শেরপুর প্রতিনিধি

শেরপুরের জমশেদ আলী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষকে পেটানোর ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে পেটানোর অভিযোগে কলেজ কমিটির সভাপতি জেলা আ.লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল এবং মিনালের ভাতিজা জেলা ছাত্রলীগের সভাপতি (স্থগিত কমিটি) শোয়েব হাসান শাকিলের বিচার দাবিতে মানববন্ধন শেষে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। অপরদিকে মামলা প্রত্যাহার দাবিতে জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষাভ মিছিল শেষে শহরের থানা মোড়ে প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তৃতা করেন। উল্লেখ্য, ৩ এপ্রিল অধ্যক্ষ রেজাকে মারপিটের ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে মিনাল এবং শাকিলসহ ৬ জনকে আসামি করে মামলা করেন। মিনালের দাবি অধ্যক্ষ মিথ্যা বলছেন—বিভিন্ন অনিয়মের কারণে কলেজেরে ছাত্ররা অধ্যক্ষকে পিটিয়েছে।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন  একটি স্মারকলিপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষককে মারধর করা দুঃখজনক। শিক্ষক অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারত বলে জেলা প্রশাসক জানিয়েছেন।।

সর্বশেষ খবর