শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সোলার প্যানেল বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে বিদ্যুতবিহীন দরিদ্র ৪৭৮ পরিবার ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ৮৪ লাখ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কাবিটা এবং টিআর কর্মসূচির আওতায় এ সোলার প্যানেল বিতরণ করা হয়। রাজনগর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেল বিতরণ করেন স্থানীয় এমপি সৈয়দা সায়রা মহসিন এমপি। উপস্থিত ছিলেন— আছকির খান, রাখী আহমেদ।

—মৌলভীবাজার প্রতিনিধি

আড়াইহাজারে বিদ্যুৎ  পেল ৪২৭ পরিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার  উপজেলার খাগকান্দা ইউনিয়নের তিন গ্রামের ৪২৭ পরিবার বিদ্যুৎ সংযোগ পেল। বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের এই সংযোগ চালু করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।

পল্লী বিদ্যুৎ সমিতির গোপালদী জোনাল অফিসের ডিজিএম কাজী এমদাদুল হক জানান, খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুর কান্দি, কমলাপুর ও সায়দাবাদ গ্রামের সাড়ে ৪২৭ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তিনটি গ্রামই শতভাগ বিদ্যুতায়িত হওয়ায়  ওই এলাকার প্রায় ২ হাজার ৪০০ লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।  

—আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর