শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জেএসডির ১০ দফাই আনবে জাতীয় ঐক্য

— আ স ম রব

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তার দলের ১০ দফাই আনবে জনগণের জাতীয় ঐক্য। তিনি গতকাল  লক্ষ্মীপুর জেলায় এক স্মরণসভায় বক্তৃতা করছিলেন। প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরীর স্মরণে বিজয়নগর হাই স্কুল মাঠে জেলা জেএসডি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এম এ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন তানিয়া রব, অধ্যক্ষ মুনছুরুল হক, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল। আ স ম রব বলেন, সরকার দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। উন্নয়নের নামে তারা যত প্রচারই চালাক না কেন জনগণ তাতে আকৃষ্ট হচ্ছে না। বরং এসবকে সরকারের বাড়াবাড়ি বলে বিবেচনা করছে। তিনি বলেন, ভোট না দিতে পেরে বারবার অপমানিত হওয়া জনগণ সুযোগ পেলেই অপমানের উপযুক্ত জবাব দেবে। ভোটবিহীন রাজনীতি আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে— যা দলটির কল্পনারও বাইরে। রব বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য জেএসডির ১০ দফা বাস্তবায়ন করার উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০ দফা বাস্তবায়ন হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন-শাসনতান্ত্রিক কাঠামো সংস্কার এবং শ্রম-কর্ম-পেশার জনগণের জাতীয় ঐক্য স্থাপিত হবে। এই ১০ দফাই মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সহায়ক হবে।

সর্বশেষ খবর