শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

১৩২ কেভি ক্ষমতার বিদ্যুৎ সাব স্টেশন চালু

খাগড়াছড়ি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল খাগড়াছড়িতে চালু করা হয়েছে ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সাব স্টেশন। এতে লো ভোল্টেজ থেকে মুক্তি পাচ্ছে খাগড়াছড়ি ও রাঙামটি এলাকার ৫৪ হাজার গ্রাহক। খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর বলেন, ২০১৩ সালের নভেম্বরে খাগড়াছড়িতে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকারও অধিক। ফলে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ৫৪ হাজার গ্রাহকের দীর্ঘদিনের লো ভোল্টেজ সমস্যা দূর হয়েছে।

সর্বশেষ খবর