শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তদন্ত দলের চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শন

২০ রোগীর চোখ নষ্টের ঘটনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

তদন্ত দলের চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শন

চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট হাসপাতালে চোখের ছানি অপারেশন করতে গিয়ে ২০ রোগীর চোখ নষ্ট করার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন করেছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি হাসপাতালে পৌঁছায়। দলটি ওইদিন থেকে গতকাল সকাল পর্যন্ত তদন্ত করে চুয়াডাঙ্গা ত্যাগ করে। তদন্ত দলে ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. সাইফুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডা. সাজ্জাদ বিন শহীদ, ওষুধ প্রশাসন অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. শরিফুল ইসলাম। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম জানান, তদন্ত কমিটি হাসপাতালে এসে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করেছে। তদন্ত দলের প্রধান মিজানুর রহমান বলেন, ‘ইম্প্যাক্ট হাসপাতাল ঘুরে দেখা হয়েছে। নমুনা ও কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। কিছু নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই আমরা আমাদের সিদ্ধান্তে উপনীত হতে পারব। তার আগে কোনো কিছু বলা সম্ভব নয়।’ প্রসঙ্গত, ৫ মার্চ চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকে ২৪ জনের চোখের ছানি অপারেশন করা হয়। পরে তাদের চোখে ইনফেকশন (সংক্রমণ) দেখা দেয়। অবশেষে ২৪ জনের মধ্যে ২০ জনই দৃষ্টিশক্তি হারান। এমনকি ১৯ জনের অস্ত্রোপচার করা চোখ তুলেও ফেলতে হয়।

সর্বশেষ খবর