বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পিতাই খুনি পিতাই বাদী!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কিশোর আবদুল্লাহ সম্রাট (১৪) খুন হয় গত বছরের ২৭ অক্টোবর। প্রথমে পানিতে চুবিয়ে এবং পরে মৃত্যু নিশ্চিত করার জন্য কুপিয়ে জখম করে। এরপর নিখোঁজের অভিনয়। সবশেষ অজ্ঞাত আসামি করে পিতা দুলাল মিয়ার (৩৮) মামলা। কিন্তু ছয় মাস ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে এলো পিতাই হত্যাকারী নিজ সন্তানের। পুলিশ বলছে, নিজের তৃতীয় স্ত্রী এবং শ্যালককে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড বলে ১৬৪ ধারায় ইতিমধ্যে জবানবন্দিও দিয়েছেন পাষণ্ড পিতা। সোমবার দুলাল মিয়াকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠালে ৪ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়নচন্দ্র মোদকের কাছে এই জবানবন্দি দেন। জেলা পুলিশ সুপার  জানান, এ হত্যার কোনো ক্লু ছিল না বলেই ডিবিকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। পরে ডিবির এসআই পরিমলচন্দ্র দাস রহস্য উদ্ঘাটন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর