বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

উদ্বোধনের আগেই খসে পড়ছে পলেস্তারা!

রাজাপুর পশু হাসপাতালের নবনির্মিত ভবন

ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুর উপজেলা পশু হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভবনের কাজ সম্পন্ন হয়েছে—  ঠিকাদার এমন দাবি করলেও সিঁড়ির হাতল, চত্বরে মাটি ভরাট, ট্রাভিজ ও ওয়েদার কোট রং করা বাকি। বিভিন্ন স্থানে খসে পড়তে শুরু করেছে পলেস্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবন হস্তান্তরের আগেই এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নতুন ভবনটি চালু না হওয়ায় পশুর চিকিৎসাও ব্যাহত হচ্ছে। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ জানান, প্রায় পাঁচ বছর আগে পশু চিকিৎসার জন্য ছোট তিনটি কক্ষ ভাড়া করা হয়েছে। এর তিন পাশে রয়েছে ব্যযসায়ী প্রতিষ্ঠান এবং একপাশে বসতবাড়ি। ফাঁকা জায়গা না থাকায় পশুর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, নবনির্মিত ভবনের কাজ সম্পন্ন হয়েছে বলে ঠিকাদার দাবি করলেও তা সত্য নয়। তাছাড়া ভবন উদ্বোধনের আগেই বিভিন্ন স্থানে রং ও পলেস্তরা খসে পড়তে শুরু করেছে।’ ঠিকাদার সেন্টু হোসেন জানান, পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা ভবন নির্মাণের জন্য বরাদ্দ ছিল এক কোটি ছয় লাখ টাকা। কিন্তু কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে এক কোটি ৪৩ লাখ। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দিলে ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই ভবনের কোনো কাজ বাকি নাই। তবে বাকি ২২ লাখ টাকা না পেলে ভবন হস্তান্তর করা হবে না।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ঢাকা অফিসের প্রকল্প পরিচালক শাহিন হোসেনের মতামত জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে পরে কথা বলবেন জানিয়ে লাইন কেটে দেন। পরে আবার ফোন দিলে রিসিভ করেননি।

সর্বশেষ খবর