বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন

এক বখাটের ফাঁসি

নেত্রকোনা প্রতিনিধি

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হওয়া বঙ্কিম চন্দ্র হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মানিক মিয়া। তিনি সদর উপজেলার আসদাটি গ্রামের ওয়ারেস আলীর ছেলে। সাজাপ্রাপ্তরা হলেন— একই গ্রামের ওয়াহেদ আলী, মর্তুজ আলী, ইয়াদ আলী ও ছোয়াব আলী। 

জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার আসদাটি গ্রামের বঙ্কিম চন্দে র মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের ওয়ারেস আলীর ছেলে মানিক।

প্রতিবাদে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর মানিকের বাড়িতে নালিশ করতে যান বঙ্কিম। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন রাতে বঙ্কিম চন্দ্রকে মারধর করে মানিক ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর