বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কনস্টেবল রুবেল হত্যা

লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকার বাসিন্দা ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের সদস্য রুবেল মাহমুদ সুমনের লাশ আবারও কবর থেকে উত্তোলন করে পুন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালত সোমবার এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জানান, সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে রুবেল মাহমুদ সুমনের ময়নাতদন্ত রিপোর্ট আসে। এতে উল্লেখ করা হয় তার শরীরে সাতটি আঘাত রয়েছে। অথচ সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে ১৫টি আঘাত।

এ কারণে পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করেছিলাম। মামলার বাদী কামাল হোসেন দোষীদের শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ খবর