শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

১০ টাকার চাল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুরে ১০ টাকার চাল কালোবাজারে বিক্রির অভিযোগে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোদালকাটি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিলার তোতা প্রামাণিককে (৪৮) আটক করেছে পুলিশ। আহতরা হলো- বিপ্লব রহমান (২৬) ও মাহফুজুর রহমান (২৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বিকালে রাজিপুরে বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ডিলার তোতা প্রামাণিক ১০ টাকার চাল তালিকাভুক্তদের না দিয়ে কালোবাজারে বিক্রি করছেন— এমন অভিযোগ পেয়ে একই ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু লোকজনসহ তাকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যানের ভাতিজা বিপ্লব ও মাহফুজ গুলিবিদ্ধ হন। তাদের রাজিবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর চেয়ারম্যানের লোকজন ডিলারের এক স্বজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, আহতদের দুজনই মাথায় আঘাতপ্রাপ্ত। রাজিবপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সংঘর্ষ এবং গুলির কথা শুনেছি।

সর্বশেষ খবর