শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বরগুনায় ছাত্রলীগের সড়ক অবরোধ, আগুন ভাঙচুর

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ছাত্রলীগের সড়ক অবরোধ, আগুন ভাঙচুর

সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ —বাংলাদেশ প্রতিদিন

সদ্য ঘোষিত বরগুনার দুটি উপজেলা ও ১০টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী। এ সময় তারা সাতটি গাড়িতে ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১৭ ছাত্রলীগ কর্মী আহত হন। তাদের মধ্যে বরগুনা জেলা ছাত্রলীগ সহসভাপতি মুরাদ হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রুবেল, জেলা ছাত্রলীগ নেতা অনীক, তালতলী ছাত্রলীগ নেতা সাদ্দাম বেপারি, তপু, প্রান্তের নাম জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল্লাহ বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবরোধ দিয়ে যানজট সৃষ্টি করায় আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

সর্বশেষ খবর