শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ডাকাতি ঠেকাতে পাহারা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় চুরি ও ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। সম্প্রতি ডাকাতি ও চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলার নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের অন্তত ১০ গ্রামের লোকজন এই উদ্যোগ নিয়েছে।  স্থানীয় সূত্র জানায়, গত এক মাসে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় হিট বাংলাদেশের অফিস, চাঁদপাড়ার শিক্ষক শেখর মন্ডল, সখানাত বিশ্বাস, অতুল চন্দাস এবং চাকামইয়ার নিশানবাড়িয়ার শিক্ষক নির্মল সরকার, পরিমল সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া পৌর শহরের মঙ্গলসুখ এলাকার শিক্ষক আলমগীর হোসেনের ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। সম্প্রতি নীলগঞ্জের নেয়ামতপুর গ্রামের যতিন্দ্রনাথ ও সোমবার চিংগড়িয়ার সুভাষ মজুমদারের বাড়িতে চুরি হয়। চুরি-ডাকাতি ঠেকাতে নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। নীলগঞ্জ ইউনিয়নের প্রভাষক আনোয়ার হোসেন বলেন, পরপর কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায় এখন পাহারা দিতে হচ্ছে।

কলাপাড়া থানার ওসি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি। যেসব এলাকায় মানুষ পাহারা দেয় সেখানে মাঝে মাঝে পুলিশ পেট্রোল ডিউটি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর