শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সড়কে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক ফিরোজ মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাইপুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীপুর পৌর এলাকার কেওয়া এলাকায় ভাড়া থাকেন।

ফিরোজ মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে তিনি শ্রীপুর-মাওনা সড়কের মাওনা চৌরাস্তার দিকে যাত্রীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে টাকার বান্ডিলটি কুড়িয়ে পান। এরপর মায়ের দোয়া টাইলস অ্যান্ড সেনেটারি দোকানের মালিক মুজিবুর রহমানের কাছে জমা দেন। মুজিবুর রহমান বলেন, টাকাগুলো গুণে দেখা গেছে ৯৯টি এক হাজার টাকার নোট ও দুটি ৫০০ টাকার নোট। পরে সন্ধ্যায় তিনি ফিরোজ মিয়াকে নিয়ে টাকাগুলো থানায় জমা দেন। এদিকে টাকা হারিয়ে শ্রীপুর পৌর এলাকার আব্দুল মান্নান শিকদার (৩৭) থানার অভিযোগ করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, যাচাই-বাছাই করে আব্দুল মান্নান শিকদারকে প্রকৃত মালিক হিসেবে চিহ্নিত করে টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে। পরে তিনি রিকশাচালক ফিরোজ মিয়াকে ১৫ হাজার টাকা পুরস্কার দেন।

সর্বশেষ খবর