শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গোপালগঞ্জে বিশেষ অভিযানে আটক ৩৭

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৭ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। সদর থানায় ১৩, কাশিয়ানীতে ৭, কোটালীপাড়ায় ১১ ও মুকসুদপুরে ৬ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন মামলার আসামি।

—গোপালগঞ্জ প্রতিনিধি

সরকারি দফতরে চুরি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিভিন্ন দপ্তর ও পৌরসভায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, মহিলা অধিদপ্তর, মত্স্য অধিদপ্তর ও পৌরসভা অফিস সহকারীর রুমে এই চুরির ঘটনা ঘটে।

চুরির খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, পৌরমেয়র সাইফুর রহমান সাইফার, থানার ওসি নাজমুল করিম ঘটনাস্থল পরির্দশন করেন। —ফরিদপুর প্রতিনিধি

বীরগঞ্জে প্রসূতির মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়িতে গ্রাম্য ধাত্রী দ্বারা ডেলিভারি করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে রেজিয়া বেগম (৩৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল সকালে বীরগঞ্জ উপজেলার মাহতাবপুর গোপালগঞ্জ এলাকায় বাড়িতে ডেলিভারি করার পর গুরুতর অসুস্থ অবস্থায় দুপুরে প্রসূতির মৃত্যু হয়। —দিনাজপুর প্রতিনিধি

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

—লালমনিরহাট প্রতিনিধি

যমুনায় স্কুলছাত্রীর লাশ

বগুড়ার ধুনট উপজেলায় ভাণ্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর গতকাল সাথী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাথী খাতুন উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে এবং ভাণ্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বালাইনাশক বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড এনালাইটিক্যাল ল্যাবরেটরিতে আধুনিক পদ্ধতিতে বালাইনাশকের অবশিষ্ঠাংশ বিশ্লেষণ সংক্রান্ত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন এবং সমাপনি অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন। এফএও, বাংলাদেশ এ প্রশিক্ষণ আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেন। ১১ জন গবেষক ও এনালিস্ট অংশ নেন। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর