বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গরিবের সোলার বিত্তবানের ঘরে

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী বিদ্যুিবহীন হতদরিদ্র পরিবারে সরকারি অর্থায়নে সোল্যার প্যানেল বিতরণের কার্যক্রম চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল ৮৪ লাখ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কাবিটা এবং টিআর কর্মসূচির আত্ততায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ৪৭৮টি সোলার প্যানেল বিতরণ করা হয়। কিন্তু এই সোল্যার প্যানেলগুলো বিদ্যুিবহীন ও হতদরিদ্র পরিবার পাওয়ার কথা থাকলেও প্রায় অর্ধেক সোলার প্যানেল চলে যায় বিত্তবানদের দখলে, যাদের ঘরে আগে থেকে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ফলে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র বিদ্যুিবহীন পরিবারগুলো। ব্যাহত হচ্ছে সরকারের এই মহতি প্রচেষ্টা। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, মুন্সীবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের রঙ্গলাল দেব, স্নেহাশীষ ঘোষ, এহসানুর রহমানসহ অনেকের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের বাড়িতে আগে থেকে বিদ্যুৎ সংযোগ থাকলেও তাদের পাকা দালান ঘরে বিদ্যুিবহীন হতদরিদ্রদের সোলার প্যানেল। এই চিত্রটি শুধু মুন্সীবাজার ইউনিয়নে নয় উপজেলার সবকটি ইউনিয়নে দেখা যায়। বিদ্যুিবহীন হতদরিদ্রদের সোলার প্যানেল আপনি কি করে পেলেন এমন প্রশ্নের জবাবে ২তলা দালানের মালিক স্নেহাশীষ ঘোষ বলেন মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় তাই স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এনেছি। বিদ্যুিবহীন হতদরিদ্র চা শ্রমিক দয়ালাল কৈরী ও হাওর পাড়ের আশব আলীসহ অনেকেই বলেন— শুনেছি সরকার হতদরিদ্রদের মধ্যে সোলার প্যানেল বিতরণ করছেন। অথচ আমরা আজ অবধি বিদ্যুত্হীন অন্ধকারে পরে রয়েছি। এ ব্যাপারে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেখ আহমদ জানান,  শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ আছে। তাই বিদ্যুত্সাশ্রয় হওয়ার জন্য ধনী গরীব মিলিয়ে সোলার প্যানেল দিয়েছি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আজাদের রহমান বলেন সুবিধাভোগী নামের তালিকা ঠিক করেন জনপ্রতিনিধিরা। তার আলোকে আমাদের কাজ বাস্তবায়ন করি। রাজনগর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ বলেন এ বিষয়ে পুরোপুরি আমার জানা নেই। আগামী সপ্তাহে নতুন কর্মকর্তা আসলে তিনি বলবেন। রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খাঁন বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই। স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন জানান, বিদ্যুিবহীন হতদরিদ্ররা সোলার প্যানেল পাওয়ার কথা। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

সর্বশেষ খবর