বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিস

বাড়তি ফি আদায়ের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসে বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে।  জানা যায়, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা ‘মহেশপুর একতা দলিল লেখক সমিতি’র নামে জমি রেজিস্ট্রিতে ‘দলিলের মূল্যের ওপর আদায়’-এর একটি তালিকা তৈরি করে গত ৪ সেপ্টেম্বর-১৬ থেকে জমি রেজিস্ট্রিতে জনসাধারণের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করছে। টাকা না দিলে জমি রেজিস্ট্রি করা হয় না। সমিতির সভাপতি জাকির হোসেন জানান এখানে কারও কাছ থেকে জবরদস্তি করে টাকা নেওয়া হয় না। মহেশপুর সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এখানে কোনো সমিতি আছে কিনা আমার জানা নেই। তবে যেটি আছে রেজিস্ট্রি কোনো সমিতি নয়। আমি শুনেছি ওরা কল্যাণমূলক কিছু টাকা উঠায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর