বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সাবেক ও বর্তমান এমপি সমর্থকদের সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় সাবেক ও বর্তমান সাংসদের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টার মধ্যে নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র দলীয় সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ বাজার ও ভদ্রকান্দা গ্রামের একটি সড়কের কজের ভিত্তিফলক উন্মোচন করার কথা ছিল। এ কাজে বাধা দেয় ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  কাজী জাফরউল্লাহর সমর্থকরা। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগের শত শত সমর্থক আব্দুল্লাহবাদ বাজার এলাকায় ভিড় জমান। খবর পেয়ে স্বতন্ত্র সাংসদের সমর্থকরা ওই বাজার এলাকায় এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কাঞ্চন মিয়া, সুলতান দফাদার ও কালু মাতুব্বরের অবস্থা গুরুতর। উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উদ্যোগে আব্দুল্লাহবাদ বাজার-ভদ্রকান্দা সড়ক প্রায় সাড়ে তিন কিলোমিটার পথে ইট বিছানোর এ কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ওই সড়কের ৯০০ মিটার অংশে ৩৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ইট বিছানো কাজ শুরু হয়েছে। আগামী নভেম্বরে এ কাজ শেষ হওয়ার কথা। গতকাল সকালে সাংসদ মজিবুর রহমানের এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু সাংসদ আসেননি। ভাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, গতকাল সকালে সাংসদের ওই সড়কের ফলক স্থাপন করার কথা থাকলেও রাতে তিনি তার কর্মসূচি স্থগিত করেন।

সর্বশেষ খবর