বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল— বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের খবর— বরিশাল : সকালে নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং একেএম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে সদর রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট :  মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। সঞ্চালনা করেন মিহির কান্তি চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী ও অধ্যাপক ড. এম. রবিউল হোসেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক প্রমুখ । বগুড়া : জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন মজিবর রহমান মজনু, এড. মকবুল হোসেন মুকুল প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে সভায় রায়হানা ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ডিসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা প্রমুখ। গাজীপুর : জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সঞ্জিব কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিশ্ববিদ্যালয়ের ৩১১ নং সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। মানিকগঞ্জ : জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আ. লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। লক্ষ্মীপুর : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ  পাল। মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ডা. মোস্তফা খালেদ আহমদ প্রমুখ। খাগড়াছড়ি : র‌্যালী ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। এসএম সফির সভাপতিত্বে সভায় যতীন্দ  লাল ত্রিপুরা, দিদারুল আলম দিদার, কামাল উদ্দিন পাটোয়ারী, আবুল কাশেম, জহির উদ্দিন ফিরোজসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুর :  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মো. আনোয়ারুল ইসলাম ও এসএম খালেকুজ্জামান রাজুসহ অন্যান্য নেতা। নাটোর : নাটোর শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে শফিকুল ইসলাম শিমুল এমপির নেতৃত্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট  নীরবতা পালন ও দোয়া করা হয়।  চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। মুন্সীগঞ্জ : জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ম কক্ষে সভায় আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আনিছ উজ জামান আনিছ, নুরে আলম চৌধুরী প্রমুখ। নীলফামারী : জেলা শহরের চৌরঙ্গি মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দেওয়ান কামাল আহমেদ, সাহিদ মাহমুদ, মনিরুল হাসান শাহ আপেল ও মাসুদ সরকার মাসুদের নেতৃত্বে নেতা কর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। নোয়াখালী : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, আবদু রউফ মন্ডল ও কাজী মুহম্মদ রফিক উল্লা বক্তব্য রাখেন। মাগুরা : জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেলা হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সর্বশেষ খবর