শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আগামী বাজেটে ভ্রমণ কর প্রত্যাহারের দাবি

বেনাপোল প্রতিনিধি

স্থলপথে ভারতে যাতায়াতকারী দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীরা আগামী বাজেটে ভ্রমণকর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। তাদের দাবি, ভ্রমণকর পরিশোধের ক্ষেত্রে তারা নানা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। এর আগেও স্থলপথে ভ্রমণকর প্রত্যাহারের জন্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডকে পত্র দিয়েছিল।

জানা যায়, ভারতীয় যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর আদায় করা হলেও ভারতে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর নেওয়া হয় না। এ নিয়ে প্রায়ই ভারতীয় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ভারতের পশ্চিমবঙ্গের পাসপোর্ট যাত্রী অরুণ সরকার ও স্বপন বিশ্বাস বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের দেশ বাংলাদেশিদের কাছ থেকে ভ্রমণকর নেয় না। সে ক্ষেত্রে আমাদের কাছ থেকে কেন বাংলাদেশ সরকার কর নেয় তা আমাদের বোধ গম্য নয়। আমরা অবিলম্বে ভ্রমণকর তুলে দেওয়ার জোর দাবি জনাচ্ছি।’ বাংলাদেশি যাত্রী মনজুরুল হাসান, আফজাল হোসেন বলেন, ‘ভ্রমণকর কাটতে গিয়ে আমাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। আবার ব্যাংক বুথে অতিরিক্ত ১০-২০ টাকা হারে চাঁদা দিতে হয়।’ বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার এহসানুল হক জানান, ভ্রমণকর প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে পত্র দিয়েছি।

সর্বশেষ খবর