শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কালবৈশাখীতে লণ্ডভণ্ড মেহেন্দিগঞ্জ উপজেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। বিধ্বস্ত হয়েছে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুই শতাধিক কাঁচা এবং আধাপাকা। উপড়ে পড়েছে গাছপালা এবং বিদ্যুতের ১৩টি খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। আগামী ২-৩ দিনেও বিদ্যুৎ ব্যবস্থা সচল হওয়ার ভরসা দিতে পারছে না স্থানীয় বিদ্যুৎ বিভাগ। গতকাল ভোর ৪টা ২২ মিনিটে শুরু হয় এই ঝড়। ক্ষয়ক্ষতি নিরূপণ করে জেলা প্রশাসনে জমা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার জানান, দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উলানিয়া ও চরএকরিয়া ইউনিয়ন। উলানিয়া ইউনিয়নের সলদি লক্ষ্মীপুর গ্রামের আফসার হোসেন ঢালীর মুরগির খামারের ঘর বিধ্বস্ত হয়ে কয়েকশ মুরগি মারা গেছে। সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রাস্তা থেকে গাছ সরিয়ে নিলে সড়কে চলাচল স্বাভাবিক হয়। মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম পারভেজ হোসেন জানান, সঞ্চালন লাইনের ১৩টি খুঁটি ভেঙে-উপড়ে গেছে। গাছ পড়ে বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে ক্যাবল। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর