শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সড়কে ঝরল আট প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় গতকাল ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় অপর একটি রিকশার যাত্রী মা সাবিয়া (৩২) ও মেয়ে সুরাইয়া তাসনিম প্রাপ্তি (৫) ছিটকে পড়েন। এ সময় রিকশার লোহার এক্সেলে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় প্রাপ্তি। সে বগুড়া শহরের ইউনিক কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ও বগুড়া শহরের ছোট বেলাইল এলাকার ইব্রাহীম হোসেনের মেয়ে। এদিকে আদমদিঘি থানার সান্তাহারে সকালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— বুলু মিয়া (৫০) ও বাবু মিয়া (৪৮)। গোপালগঞ্জ : কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে মেহেরুন বেগম (৬০) নামে বৃদ্ধা নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নীলফামারী : ডোমারে বুধবার রাতে ট্রাকচাপায় চিলাহাটি খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওবায়দুল হক (৫২) নিহত হয়েছেন। কুমিল্লা : ট্রাকচাপায় আবুল কালাম নামে বিজিবির এক ল্যান্স নায়েক নিহত হয়েছেন।  নওগাঁ : সাপাহারে মাটিভর্তি ট্রলি থেকে পড়ে সিরাজুল ইসলাম বাবু (২৫) নামে এক যুবক মারা গেছে। দিনাজপুর: নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামে গতকাল সকালে মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর