শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সরকার শতভাগ শিক্ষিত মা গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ

—এ বি তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর প্রতিনিধি

শেখ হাসিনার সরকার আগামী দিনে  শতভাগ শিক্ষিত মা গড়ে তুলতে চায়। কারণ একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। শিক্ষাক্ষেত্রে বাজেটে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ডিগ্রি পর্যন্ত নারীদের বিনাবেতনে পড়াশোনার করার পরিকল্পনা করছে সরকার। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। একইভাবে পরিকল্পনা অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলা হবে শিক্ষানগরী। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও মেয়েদের জন্য আলাদা ডিগ্রি কলেজ স্থাপনের চেষ্টা চলছে। গতকাল দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশে স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ করিম সাজু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম ইছহাক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর