শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আলুর ন্যায্য মূল্য দাবি

জামালপুর প্রতিনিধি

উৎপাদিত আলুর ন্যায্য মূল্য দাবি করেছে জামালপুরসহ তিন জেলার বিএডিসির চুক্তিবদ্ধ বীজ আলু চাষীরা। বৃহস্পতিবার বিএডিসির জামালপুর হিমাগার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার ৫টি উপজেলার বীজ আলু চাষীরা এই দাবি জানান। আলু চাষীরা জানান, বিএডিসির চুক্তিবদ্ধ চাষী হিসেবে মানসম্মত বীজ আলু উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রতি কেজি ২২ টাকার উপরে। অথচ বিএডিসি প্রতি কেজি বীজ আলুর দাম নির্ধারণ করেছে বি গ্রেড ১৭ টাকা এবং এ গ্রেড ১৮ টাকা। এতে প্রায় আড়াই হাজার বীজ আলু চাষী বিপুল লোকসানের মুখে পড়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর