শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুরে বৈশাখী ঝড়ে তছনছ দুই গ্রাম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বৈশাখী ঝড়ে তছনছ দুই গ্রাম

ঝড়ে ভেঙে যাওয়া বসতবাড়ি —বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কামারডাঙ্গী ও মাথাভাঙ্গা গ্রামের উপর দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বয়ে যাওয়া কাল বৈশাখীর তাণ্ডবে দুটি গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে শতাধিক কাঁচা, আধা পাকা বাড়ি-ঘর, কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে। নষ্ট হয়েছে আবাদি ফসলি জমি। ঝড়ের কারণে ঘর-বাড়ি হারিয়ে শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে রয়েছে। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল কালাম জানান, কাল বৈশাখী ঝড়ে দুটি গ্রামের বেশির ভাগ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ভেঙে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামারডাঙ্গী গ্রামের মৃত নিল কমলের পরিবার, অমৃত লাল মণ্ডলের পরিবার, রঞ্জিত মণ্ডল, বিনয় কুমার শীল, মনির খান, মঞ্জু মোল্যা, ইব্রাহিম মোল্যা, হরিপদ মণ্ডল, ফজি খাতুন, স্বপন সিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, নিখিল বেপারী, নাননু মৃধা, মাথা ভাঙ্গা গ্রামের অমল মণ্ডল, সিদ্দিক খান, মিজান মোল্যা, সামসু মৃধা, ইউনুস মোল্যার পরিবার। এদের সবারই ঘরের চালা উড়ে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে। বর্তমানে এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন নাহার গতকাল সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকার পর উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ খবর