শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৯ জেলায় সড়কে ১১ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

৯ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, প্রতিবন্ধীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফেনী :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন রনি, রিয়াদ উদ্দিন। তারা পল্লী বিদ্যুতের লাইনম্যানের কাজ করতেন।

নওগাঁ : জেলার পত্নীতলায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন— আব্দুল মালেক ও তৈয়বুর রহমান। চট্টগ্রাম : সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান চাপায় নয়ন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নয়ন ওই এলাকার আবুল বশরের ছেলে।  ভালুকা : ভালুকায় ট্রাক চাপায় সৌরভ নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাসেল স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হারুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দিনাজপুর : পার্বতীপুর-রংপুর সড়কে বান্নিরঘাট নামক স্থানে ট্রাকচাপায় পিষ্ট হয়ে আবু নাসের নেয়ামুতুল্লাহ নয়ন নামে এক চাকরি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  গাজীপুর : মীরের বাজার এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে মুখর উদ্দিন নামে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪ জন। মাদারীপুর :  শিবচরে মালবাহী মাহিন্দ্র গাড়ি উল্টে চালক ফারুক নিহত ও হেলপার আহত হয়েছে। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোহাগ মিয়া উপজেলার বাগবেড় এলাকার আসাদ মিয়ার ছেলে।

সর্বশেষ খবর