শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পাগলা কুকুরের কামড়ে ২৬ পথচারী আক্রান্ত

সুনামগঞ্জের মধ্যনগরে একটি পাগলা কুকুরের কামড়ে ২৬ জন পথচারী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদশীরা জানান, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মধ্যনগরের দুগনুই গ্রামের মোস্তফা মিয়াকে প্রথমে কামড় দেয় কুকুরটি। পরে কান্দাপাড়া, মাছিমপুর, তেলিপাড়া, ইটাউরি, গলইখালি, খলাহাটি, বনগাঁও, পিঁপড়াকান্দাসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের পথচারীদের কামড়াতে শুরু করে।

—সুনামগঞ্জ প্রতিনিধি

বীরগঞ্জে মিলের ১১০ বস্তা ধান লুট

দিনাজপুরের বীরগঞ্জে হাস্কিং মিলের নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল এলাকায় এ ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এসআই দুলাল হক বলেন, থানায় এনে দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। —দিনাজপুর প্রতিনিধি

আড্ডা গ্রুপের পাঠাগার

মেহেরপুরে ‘উন্মুক্ত পাঠগৃহ’ নামে পাঠাগারের যাত্রা শুরু করল ফেসবুকভিত্তিক  সংগঠন ‘মেহেরপুর আড্ডা গ্রুপ’। মেহেরপুর শহরের গড় সংলগ্ন মহিলা কলেজের পশ্চিম পাশে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য পাঠাগারের উদ্বোধন করেন। —মেহেরপুর প্রতিনিধি

‘স্বাধীনতাবিরোধীদের বিতাড়িত করতে হবে’

একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। এ জন্য স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। গতকাল জেলার রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার একথা বলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

—নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর