মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সেই শিশু সুমি এখন শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সেই শিশু সুমি এখন শঙ্কামুক্ত

হাসপাতালে চিকিৎসাধীন সুমি —বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় হাত হারানো শিশু সুমি এখন শঙ্কামুক্ত। গতকাল দুপুরে প্রেসব্রিফিংয়ে কথা জানান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, শিশুটির সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ডা. নির্মলেন্দু বলেন, সুমিকে প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান হাত ও মাথায় আঘাত পেয়েছে। ডান হাতের চিকিৎসা চলছে। কয়েকদিন পর ডান হাতে অপারেশন করা হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে সুমি সুস্থ হয়ে উঠবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, হাসপাতালের সহকারী পরিচালক এটিএম নুরুজ্জামান, অর্থপেডিক সার্জন নরেশ কুমার। গতকাল হাসপাতালে গিয়ে দেখা গেছে, সুমি যন্ত্রনায় কাতরাচ্ছে। মেয়ের শয্যাপাশে বসে আছেন মা। উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলার সুমি (৮) রবিবার বেলা ৩টার দিকে আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য ভ্যানচালক বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশুটির একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

 

সর্বশেষ খবর