বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মাদক নিরাময় কেন্দ্রে যুবক হত্যা

মেহেরপুরে গোলাগুলিতে একজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে একটি মাদক নিরাময় কেন্দ্রে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মেহেরপুরে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন একজন। এ ছাড়া বরিশাল, সিরাজগঞ্জ ও দিনাজপুরে তিনটি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের খবর—

ফরিদপুর : বোয়ালমারীর কলেজ রোডে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুলিশ মঙ্গলবার রেজাউল করিম নামে ওই যুবকের লাশ উদ্ধার করে গতকাল ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি। বোয়ালমারী থানার ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মেহেরপুর : জেলা শহরের সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে খাদেমুল নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খাদেমুল শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল : নগরীর কালুশাহ্ সড়কের এক বাড়িতে স্ত্রীর ইটের আঘাতে আনোয়ার (৫০) নামে দুই সন্তানের জনক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পালাতক অভিযুক্ত স্ত্রী লিজা। সিরাজগঞ্জ : সদর উপজেলার বাঐতারায় ধানখেত থেকে গতকাল নাজমুল হোসেন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুর : বোচাগঞ্জ উপজেলার আলমপুরে ধান খেতে গতকাল অজ্ঞাত নরীর মৃতদেহ পাওয়া গেছে।

সর্বশেষ খবর