শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সখীপুরে অজ্ঞাত ভাইরাস আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাত ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুসহ ছয়জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার জিতাশ্বরীর এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, জিতাশ্বরীর এলাকার মজিবর রহমান তার বাড়িতে আকস্মিকভাবে অজ্ঞান হলে তাকে দেখতে আসে তার আত্মীয় জহুরা বেগম। মজিবরের পাশে কিছুক্ষণ অবস্থান নিলে জহুরা বেগম অজ্ঞান হয়ে যান। পর্যায়ক্রমে ওই বাড়ির আরও চারজন অজ্ঞান হয়ে পড়েন। তাদের দ্রুত সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শামসুল আলম বলেন, রোগীদের প্রেশার কমে গেছে। চোখের মনি ছোট হয়ে আসছে। আর সব স্বাভাবিক আছে। এ ধরনের ঘটনা যে কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে ঘটে থাকে। হয়তো ভাইরাসে আক্রান্ত কোনো ব্রয়লারের মাংস খাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর