শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সিরাজগঞ্জে বাস খাদে নিহত ২, আহত ১৫

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ যাত্রী। এ ছাড়া গাজীপুর ও চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৫ বাসযাত্রী। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)।

গাজীপুর : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত রিকশাচালক মিলন মিয়া (৩৫) নওগাঁর ধামুড়হাট উপজেলার মশৈক এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। মিলন গাজীপুরে বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন।

চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী  ইউনিয়নরে মইক্কাঘোনা এলাকায় যাত্রীবাহী দ্রুতগামী এসি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী শরীফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির চকরিয়ার দায়িত্বরত এমআর আরিফুল হক (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় একই মোটরসাইকেলের চালক নিহত আরিফের বন্ধু বাবুল (৩৩) আহত হয়। শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ডুলাহাজারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। 

পাথরঘাটা (বরগুনা) : বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটার বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার ডান পাশের কাঁধের জয়েন্ট ভেঙে যায় এবং মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

সর্বশেষ খবর