শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভাঙ্গা ও শায়েস্তাগঞ্জে সংঘর্ষ, আহত ১১০

ভাঙ্গা (ফরিদপুর) ও হবিগঞ্জ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছেন। ভাঙ্গায় শ্রমিকদের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের খামারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪৫ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানান, বাড়িতে মাটি কাটার কাজ করানোর জন্য ফরিদপুর শহর থেকে চারজন শ্রমিক নেন কালামৃধা ইউনিয়নের খামারকান্দা গ্রামের মুসা শেখ। সেখানে পাঁচদিন কাজ করার পর প্রতিবেশি শাহাবুদ্দীন হাওলাদার শ্রমিকদের কাজে নেন। পরে শাহাবুদ্দীন শ্রমিকদের টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশ ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার উপজেলার নসরতপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, মহাসড়কে অটোরিকশা চলাচল করায় বৃহস্পতিবার ৫টি গাড়ি আটক করা হয়। এ নিয়ে শুক্রবার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে পুলিশের উপর হামলা করে।

সর্বশেষ খবর