শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
জিয়ারকান্দি ইউনিয়ন

নিরাপত্তাহীনতায় ইউপি চেয়ারম্যান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে মাদক, ইয়াবা, খুন, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই নিত্যদিনের ঘটনা। বিগত দিনে তিনজন ইউপি চেয়ারম্যানসহ মোট ৮জন খুন হন। বর্তমান ইউপি চেয়ারম্যান তিতাস উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী আশরাফও ভুগছেন নিরাপত্তাহীনতায়। সন্ত্রাসীদের ভয়ে নিয়মিত অফিস করতে পারছেন না। ইউপি চেয়ারম্যান আলী আশরাফ বলেন, কিছু লোক এত বেপরোয়া হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ দূরে থাক, আমি কথা বললেও হুমকি দেয়। তাদের ভয়ে আমাকে নিজ বাড়িতে অফিস করতে হচ্ছে।

জানা যায়, এ ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান, শফিকুল ইসলাম ও মনির হোসেন সরকার সন্ত্রাসীদের হাতে খুন হন। এছাড়া খুন হন মোহাম্মদ আলী, মহিউদ্দিন ও রিয়াজ উদ্দিন নামে আরও তিনজন। আলোচিত তিন চেয়ারম্যান খুনের রহস্য আজও অন্তরালে। জিয়ারকান্দি গ্রামের মাঈনউদ্দিন অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, মহা-পরিচালক র‌্যাব, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিতাস থানার ওসি নূরুল আলম বলেন, অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। হত্যা মামলাসহ যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর