শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

‘আমাদের স্বপ্ন এখন পানির নিচে’

নাটোর প্রতিনিধি

‘আমাদের স্বপ্ন এখন পানির নিচে’

চলনবিলে তলিয়ে যাওয়া ধান কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছে কৃষক —বাংলাদেশ প্রতিদিন

‘২৫ বিঘা জমিতে বোরো চাষ করেছিলাম। হঠাৎ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসল ডুবে গেছে। শ্রমিকদের চড়ামূল্য দিয়ে ধান কাটতে হচ্ছে। তারপরও শ্রমিক মিলছে না। আমাদের স্বপ্ন এখন পানির নিচে।’ বুকভরা কষ্ট চেপে কথাগুলো বলছিলেন নাটোরের সিংড়া উপজেলার দমদমা গ্রামের কৃষক শমসের। তার মতো একই অবস্থা চলনবিল অধ্যুষিত এ উপজেলার বহু কৃষকের। জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণ, উজানের ঢলে আত্রাই ও নাগর নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নাটোরের সিংড়ার চৌগ্রাম, তাজপুর, ইটালি, ডাহিয়া বিলে প্রবেশ করেছে। এতে উপজেলার ১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫০ হেক্টরের বোরো।

এছাড়া ঝড় ও শীলাবৃষ্টিতে উপজেলার আড়াই হাজার হেক্টর জমির ধান শুয়ে পড়েছে। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে পানিতে ডুবে কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশাহারা চলনবিলের বোরো চাষিরা। উপজেলা কৃষি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৩৮ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যে ৬৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। শেষ সময়ে এসে কয়েকটি বিলে পানি প্রবেশ করায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, ইউনিয়নের সারদানগর বাঁধ দিয়ে চলনবিলে পানি প্রবেশ করায় অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ডুবে যাওয়া বেশির ভাগ ধান কাটা শেষ হয়েছে। দু-চারদিন রোদ থাকলে জমিতে জমে থাকা পানি শুকিয়ে যাবে।

সর্বশেষ খবর