শিরোনাম
সোমবার, ৭ মে, ২০১৮ ০০:০০ টা
মাগুরায় শিলাবৃষ্টি

১০ কোটি টাকার ফসলহানি

মাগুরা প্রতিনিধি

১০ কোটি টাকার ফসলহানি

গত শনিবারের শিলাবৃষ্টি ও ঝড়ে মাগুরা সদর উপজেলার ৫টি গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামগুলো হলো— আবালপুর, কাশিনাথপুর, ইছাখাদা, ছোটফালিয়া, ডেফুলিয়া, দেড়ুয়া। সরেজমিন এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার কমপক্ষে ১ হাজার হেক্টর জমির ধান ও পাট একেবারে বিনষ্ট হয়েছে। অধিকাংশ খেতের ধান শিলাবৃষ্টির আঘাতে ঝরে গেছে। অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। কৃষকরা জানান, ধান ওঠার মুহূর্তে এই ক্ষতিতে তারা দিশাহারা। এছাড়া শিলার আঘাতে পাটের অগ্রভাগ একেবার ভেঙে গেছে। এ ধরনের শিলাবৃষ্টি তারা অতীতে দেখেননি। আবালপুর গ্রামের জিয়াউর রহমান জানান, শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে তার ৫ বিঘা জমির ধান ও পাট সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। রাজা মোল্যা জানান, তার ৩ বিঘা জমির ধান নষ্ট হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আবালপুর গ্রামের রকিবুল মোল্যার ১ বিঘা পাট, জাহিদুরের ২ বিঘা ধান, মোহাম্মদ খন্দকারের ৪ বিঘা ধান, মোহিদুল মোল্যার ৩ বিঘা ধানসহ আবালপুর ও পার্শ্ববর্তী গ্রামগুলোর অন্তত ৫ শতাধিক কৃষকের ধান, পাট, লিচু, আম, কলা, পেঁপের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের এই ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর