শিরোনাম
সোমবার, ৭ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে যুবকের মৃত্যু

সিলেটে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মো. মকবুল হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে। রবিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মকবুল হোসেন সকালে বাড়ির পাশের বাইমার পাড় বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

—নিজস্ব প্রতিবেদক, সিলেট

সোনারগাঁয় আ. লীগের সদস্য সংগ্রহ

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান রবিবার শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ বাদল, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল কায়সার,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া প্রমুখ। —সোনারগাঁ প্রতিনিধি

বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ

ডিজিটাল বাংলাদেশ গড়তে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সরিষাবাড়ির বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে  ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩২ সেট কম্পিউটার বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।  —জামালপুর প্রতিনিধি

ধামরাইয়ে স্বাস্থ্য সুরক্ষায় র‌্যালি

ঢাকার ধামরাইয়ে স্বাস্থ্য সুরক্ষায়  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হেলদি বাংলাদেশ জেলা সংলাপের উদ্যোগে ধামরাই পৌরসভা হলরুমে এ সভা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্বাহী চেয়ারম্যান হেলদি বাংলাদেশের ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব আব্দুল ওয়াজেদ, নওগাঁ জেলার সাবেক সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া আল আজিজ প্রমুখ। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর